Site icon Jamuna Television

রাজধানীতে বিএনপি’র সমাবেশে হামলার শিকার ২ সাংবাদিক

রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন মাঠে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশে সংবাদ সংগ্রহের কাজে গিয়ে হামলার শিকার হয়েছেন দেশ টিভির ক্যামেরাম্যান ও রিপোর্টার।

সমাবেশ শুরু হওয়ার আগে বিএনপি’র নেতাকর্মীরা ক্যামেরাম্যান এবং রিপোর্টারকে আওয়ামী লীগের ‘দালাল’ বলে গালিগালাজ এবং মারধর করেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ২টার পর থেকে দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে শুরু করেন।

এক পর্যায়ে রিপোর্টার ও ক্যামেরাম্যান তাদের রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করলে ক্ষুব্ধ হয়ে তাদের আওয়ামী লীগের দালাল বলে হামলা চালান কয়েকজন বিএনপি কর্মী।

দেশ টিভির সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের একজন সাংবাদিকের ওপর বিএনপি’র নেতাকর্মীরা হামলা চালিয়েছেন।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে টিসিএ ও ডিইউজে ও ডিআরইউ।

Exit mobile version