Site icon Jamuna Television

ইভিএমের বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে মাঠে নামছে ইসি

ইভিএমের বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে এবার মাঠে নামছে ইসি। ধর্মীয় উপাসনালয় ও সামাজিক মাধ্যমে ইভিএমের পক্ষে প্রচার চালাবে ইসি। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে কমিশন সভা শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এদিকে আওয়ামী লীগ নেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর ২ আসনের তফসিল দিয়েছে ইসি।

ভোটের লড়াইয়ে যন্ত্রের ব্যবহার নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক চললেও ইসি বলছে, এসবই গুজব। আর তাই এবার গুজবের বিরুদ্ধে প্রচারণা চালাবে ইসি। এছাড়া আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূণ্য হওয়া ফরিদপুর ২ আসনে ভোটের সিদ্ধান্ত নিয়েছে ইসি। সচিব বলেন, আগামী ৫ নভেম্বর সেখানে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন হবে। ইতোপূর্বে আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় গেজেটও প্রকাশ করেছে।

এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১২ কোটি ভোটারের আস্থা আছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গতকাল তিনি বলেছেন, যেসব দল ইভিএমের বিরোধিতা করে, তারাও অন্তরে বিশ্বাস করে ইভিএম ভালো। এ ছাড়া আগামী নির্বাচনে সব দল অংশ নেবে বলেও মনে করেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version