Site icon Jamuna Television

বিমানবন্দরে ব্যাগ থেকে চুরির কোনো সুযোগ নেই: পর্যটন প্রতিমন্ত্রী

সাফজয়ী নারী ফুটবলারদের ল্যাগেজ সম্পূর্ণ ইন্টেক অবস্থায় বাফুফের দায়িত্বপ্রাপ্ত ব‍্যাক্তিদের বুঝিয়ে দেয়া হয়েছিল। কাজেই বিমানবন্দরে তাদের ব‍্যাগ খোলা বা চুরির ঘটনা ঘটার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে পর্যটন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, এসব খেলোয়াড়দের ভিআইপি মর্যাদায় দেশে আনা হয়েছে। তাই তাদের সাথে এমন ঘটনা ঘটার সুযোগ নেই।

মো. মাহবুব আলী বলেন, বিদেশি পর্যটক ও প্রবাসীদের ব‍্যাগের ব‍্যবস্থাপনাতেও আগের থেকে মান উন্নয়ন হয়েছে। এছাড়া গত ৩-৪ বছরে এমন অভিযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, বিদেশি পর্যটকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে করোনার বিধি-নিষেধ তুলে নিতে সুপারিশ করেছে কোভিড বিষয়ক পরামর্শক টিম। কাজেই বাংলাদেশ বিদেশি পর্যটকদের জন‍্য উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।

/এমএন

Exit mobile version