Site icon Jamuna Television

প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও মাঠে নামবে ল্যাটিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। মেসির দল বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় মুখোমুখি হবে জ্যামাইকার। আর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ব্রাজিলের প্রতিপক্ষ তিউনিশিয়া।

ফ্রান্সে বিশ্বকাপের আগে ব্রাজিলের এটিই শেষ প্রীতি ম্যাচ। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল সবশেষ ম্যাচে ঘানাকে হারিয়েছে ৩-০ গোলে। এই ম্যাচের আগে দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ তিতে। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দেখে নিতে আসতে পারে এই সিদ্ধান্ত। গোলরক্ষক অ্যালিসন বেকারের পরিবর্ত আজ মাঠে নামতে পারেন সিটির এডারসন। মাঝমাঠে ক্যাসেমিরোর পরিবর্তে সুযোগ পেতে পারেন ফ্যাবিনিয়ো। আর ডিফেন্স লাইনেও আসতে পারে রদবদল।

ব্রাজিলের মতো কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনা। মেসির জোড়া গোল করার সবশেষ প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। নিউইয়র্কের রেড বুল অ্যারেনায় জ্যামাইকার বিপক্ষেও বড় জয়ের জন্য মাঠে নামবে মেসির দল। আর্জেন্টাইন একাদশে আসতে পারে পরিবর্তন। গত ম্যাচে বিশ্রাম দেয়া আনহেল ডি মারিয়া ও ক্রিস্টিয়ান রোমেরো ফিরতে পারেন একাদশে। সেই সাথে হন্ডুরাস ম্যাচে বদলি হেসেবে নেমে ভালো করা এনজো ফার্নান্দেজ এই ম্যাচে প্রথম একাদশে নামার সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন: ওয়েম্বলির থ্রিলারে সমানে সমান জার্মানি-ইংল্যান্ড

/এম ই

Exit mobile version