Site icon Jamuna Television

কলম্বিয়ায় নতুন আর্থিক নীতিমালা বাতিলের দাবিতে বিক্ষোভ

সরকার প্রস্তাবিত নতুন আর্থিক নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল কলম্বিয়া। সোমবার (২৬ আগস্ট) নতুন করারোপ এবং নীতিমালা বাতিলের দাবিতে রাস্তায় নামেন হাজারও মানুষ।

ক্ষমতা গ্রহণের মাত্র ৫০ দিনের মধ্যে অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে লড়াইর উদ্যোগ নেন দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মাসে ২২শ ডলারের বেশি উপার্জনকারীদের ওপর কর আরোপ করেন তিনি। আগামী বছরের মধ্যে উন্নয়ন ও সংস্কারের জন্য ৫৬০ কোটি ডলারের তহবিল গঠনই তার মূল উদ্দেশ্য।

তাছাড়া, দরিদ্র কৃষকদের কাছে নূন্যতম মূল্যে আবাদি জমি বিক্রির বিধিমালা ঠিক করেছেন তিনি। আন্দোলনকারীদের অভিযোগ, তাতে ক্ষতিগ্রস্ত হবে পেনশন, স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত সম্পদ। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, দেশবাসীর অবশ্যই মত প্রকাশের অধিকার রয়েছে। তবে অর্থনৈতিক ভারসাম্যের জন্য লড়বে সরকার।

/এডব্লিউ

Exit mobile version