Site icon Jamuna Television

রেমিটেন্সের ডলারের দর কমলো ৫০ পয়সা

প্রবাসীদের রেমিটেন্সের ডলারের বিনিময় হার নতুন করে নির্ধারণ করা হয়েছে। ৫০ পয়সা কমিয়ে বিনিময় হার ঠিক করা হয়েছে ১০৭ টাকা ৫০ পয়সায়। যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে রফতানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৯৯ টাকা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন, বাফেদা ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন এবিবি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানির এলসি খোলার ক্ষেত্রে ডলারের দর আগের মতই রেমিটেন্স ও রপ্তানির বিনিময় হারের গড় করে নির্ধারণ করা হবে। এক্ষেত্রে ব্যাংকগুলো সর্বোচ্চ গড় হারের সঙ্গে অতিরিক্ত ১ টাকা বেশি নিতে পারবে।

ডলারের ওপর চাপ কমে আসায় নতুন দর নির্ধারণ করার কথা জানায় সংগঠনটি। যেসব ব্যাংকের আগাম কেনা রয়েছে তারা এ সময়ের মধ্যে ডলারের দর সমন্বয় করবে।

/এডব্লিউ

Exit mobile version