Site icon Jamuna Television

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বারোবাজার রেল স্টেশনের মাস্টার মোবাশের হোসেন জানান, রাত আনুমানিক ১২টার দিকে বারোবাজার স্টেশনের সন্নিকটে ২১নং ব্রিজের কাছে অজ্ঞাত নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি বলেন, ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে ওই নারী কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

ইউএইচ/

Exit mobile version