Site icon Jamuna Television

মৃত শিশুকে ৩ দিন ধরে লাইফ সাপোর্টে!

রাজধানীতে এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মৃত শিশুকে লাইফ সাপোর্টে রাখার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, শিশুটি মারা যাবার পরও তিন দিন ধরে লাইফ সাপোর্টে রেখে টাকা হাতিয়ে নিয়েছে ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর এক বেসরকারি হাসপাতালে জন্ম নেয় শিশুটি। কিন্তু জন্মের পর থেকে ঠান্ডা জনিত নানা সমস্যায় ভুগতে থাকা শিশুটিকে দালালের মাধ্যমে ভর্তি করা হয় ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালে।

ওই শিশুকে ৩ দিন লাইফ সাপোর্টে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। কোন উন্নতি না দেখে শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বলা হয় অনেক আগেই মারা গেছে সে। স্বজনদের অভিযোগ, শুধুমাত্র টাকার জন্যই মৃত শিশুকে ৩ দিন আইসিইউতে রাখা হয়।

ঘটনা জানাজানি হলে স্বজনদের টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানান রোগীরাও।

ঘটনা জানাজানি হবার পর থেকেই গা ঢাকা দিয়েছে চিকিৎসকসহ ও অনান্য কর্মকর্তারা। পরে একজনকে পেয়ে উত্তেজিত জনতা মারধোর করে। তবে রোগীর স্বজনদের অভিযোগকে ভিত্তিহীন বলে টেলিফোনে দাবি করেছেন ড্ক্টর-ইনচার্জ।

এ ঘটনায় মামলা হলে হাসপাতালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version