Site icon Jamuna Television

‘সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে আবারও সংসদে যেতে চায় আ. লীগ’

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। ছবি: সংগৃহীত।

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে আবারও সংসদে যেতে চায় আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পাকিস্তানি ভাবধারায় ফিরে যেতে চেয়েছিল একটি গোষ্ঠী। কিন্তু শেখ হাসিনার জন্য তা সম্ভব হয়নি। জিয়াউর রহমানের ক্ষত-বিক্ষত সংবিধান পুনরুদ্ধার করেছেন তিনি।

সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন ডেপুটি স্পিকার।

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, পিতার মতোই নিপীড়িতের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে কোনো ষড়যন্ত্র দমিয়ে রাখতে পারবে না।

/এমএন

Exit mobile version