Site icon Jamuna Television

রূপগঞ্জে শিশু সাদমান হত্যার প্রধান আসামি গ্রেফতার

ছবি: প্রতীকী

রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত স্কুল শিক্ষার্থী সাদমান হত্যার প্রধান আসামি কিলার নাসেরকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসের উপজেলার বিরাব এলাকার মৃত সিদ্দিকউল্যার ছেলে। শিশু সাদমান হত্যাকাণ্ড ছাড়াও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এবং আরও তিন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাসের।

পুলিশ জানায়, ২০১৫ সালে মুক্তিপণের আশায় তার প্রতিবেশী স্কুল শিক্ষার্থী সাদমানকে অপহরণের পর হত্যা করে লাশ মাটি চাপা দেয়া মামলায় দীর্ঘদিন পলাতক ছিল নাসের। তাছাড়া তার নামে নারী নির্যাতন, প্রতারণা, চেক জালিয়াতিসহ রূপগঞ্জ থানায় অর্ধডজন মামলা রয়েছে। এর মধ্যে চেক জালিয়াতির একাধিক মামলায় ৬ মাস করে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি নাসের। আটক নাসেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

ইউএইচ/

Exit mobile version