Site icon Jamuna Television

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় ৫১ তলা ভবন নির্মাণ দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে রাজধানী কুয়ালালামপুরের জালান আমপাংয়ে নির্মাণাধীন অক্সলে টাওয়ারের ৫১তম তলায় ধসে পড়া কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে ৩৫ বছর বয়সী একজন বাংলাদেশি নির্মাণ শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া গেছে।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সেন্টারের সিনিয়র অপারেশন কমান্ডার নুরুল আধা আব্দুল মজিদ বলেন, রাত ১২টা ২৩ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলের ভবনটির ৫১তম তলায় ধসে পড়া কংক্রিটের নীচে একজন নির্মাণ শ্রমিকের মরদেহে পাওয়া যায়। কংক্রিট কেটে সকাল ৭টা ২১ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে শ্রমিকের দেহ বের করা হয়।

এদিকে, বাংলাদেশি ওই নির্মাণ শ্রমিকের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকের নাম পাওয়া যায়নি।

ইউএইচ/

Exit mobile version