Site icon Jamuna Television

মহেশখালীতে ট্রান্সমিটার লাগানো পাখিটি মারা গেছে

কক্সবাজার প্রতিনিধি:

মহেশখালীতে পাওয়া ট্রান্সমিটার লাগানো সেই পাখিটি মারা গেছে। সোমবার রাতে পাখিটি মারা যায়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধলঘাটা ইউনিয়নের অর্থনৈতিক জোন এলাকা থেকে এক কিশোরের হাতে পাখিটি ধরা পড়ে। এরপর নানা জল্পনা কল্পনা শুরু হয়।

পরে জানা গেছে গবেষণার কাজে পাখিটির গায়ে ট্রান্সমিটার লাগিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল পাখি বিশেষজ্ঞ। খবর পেয়ে মঙ্গলবার সেই গবেষক দলের কয়েকজন মহেশখালীতে হাজির হন এবং বিস্তারিত তুলে ধরেন।

গ্রামের এক কিশোর ধলঘাটার সুইস গেইটের পাশে পাখিটিকে বসে থাকতে দেখে ধরে ফেলে। পরে পাখির গায়ে ডিজিটাল ডিভাইস লাগানো দেখে ওই কিশোর ভয়ে পাখিটি ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে। পরে পাখিটি বনবিভাগের জিম্মায় দেয়া হয়েছিল। এরপর পাখিটি মারা যায়।

ইউএইচ/

Exit mobile version