Site icon Jamuna Television

তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর: ছেলের জন্মদিনে শাকিব

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম সুপারস্টার শাকিব খানের ছেলের জন্মদিন আজ (২৭ সেপ্টেম্বর)। ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শাকিব নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে – তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করেনা, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে।’

আরও পড়ুন: বুবলীর ‘বেবি বাম্পের’ ছবি পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়

পোস্টের শেষে তিনি ছেলেকে রাজকুমার সম্বোধন করে লেখেন, শুভ জন্মদিন রাজকুমার।

/এনএএস

Exit mobile version