Site icon Jamuna Television

মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

অস্ট্রলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। ইনিংস ওপেন করতে নামা মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে আছে টাইগাররা।

ইনিংসে মিরাজ ও সাব্বির রহমানের ওপেনিং জুটিতে আসে ২৭ রান। তবে চতুর্থ ওভারের চতুর্থ বলে ১২ রান করা সাব্বির বিদায় নেন। দলীয় ৬৮ রানে ব্যক্তিগত ২৫ রানে বিদায় নেন লিটন দাসও। এরপর আফিফ হোসেন চার-ছক্কায় ভালো ইনিংসের পূর্বাভাস দিলেও দলীয় ৯০ রানে সাজঘরের পথ ধরেন। যাওয়ার আগে ১০ বলে তিনি করেন ১৮ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার ২ বল শেষে ৩ উইকেট হারিয়ে ১০১ রান। মিরাজ ব্যাটিং করছেন ৩৭ রানে। আর অপরপাশে মোসাদ্দেক অপরাজিত আছেন ৯ রানে।

জেডআই/

Exit mobile version