Site icon Jamuna Television

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করা হয়েছিল ৪৫০ বছর আগেই!

গত ৮ সেপ্টেম্বর মারা গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তবে তার মৃত্যু নিয়ে সাড়ে ৪০০ বছর আগে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন দার্শনিক নস্ট্রাদামুস। রানির মৃত্যুর পর তার ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় এবার গণহারে বিক্রি হওয়া শুরু হয়েছে তার ভবিষ্যদ্বাণীর ওপর ভিত্তি করে লেখা একটি বই। রানি দ্বিতীয় এলিজাবেথ ছাড়াও প্রিন্স চার্লসের ক্ষমতাচ্যুতি ও প্রিন্স হ্যারির রাজসিংহাসনে বসা নিয়েও ভবিষ্যদ্বাণী করা হয়েছে ২০০৫ সালে প্রকাশিত এই বইটিতে।

ফক্স বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর থেকে মারিয়ো রিডিংয়ের লেখা ‘নস্ট্রাদামুস: দ্য কমপ্লিট প্রোফেসিস ফর দ্য ফিউচার’ নামের বইটির ৮ হাজার কপি বিক্রি হয়েছে। এর জেরে ওই সপ্তাহের বেস্টসেলারের তালিকায় শীর্ষে উঠে আসে এই বই। মূলত, ‘লে প্রফেটিস’ নামের একটি বইয়ে কাব্যিকভাবে নানা ভবিষ্যদ্বাণী করেছিলেন ষোড়শো শতকের দার্শনিক নস্ট্রাদামুস, তারই ব্যাখ্যা করেছেন রিডিং।

বলা হয়েছে, নস্ট্রাদামুসের বইয়ের একটি কবিতায় লেখা ছিল, ২২, ৯৬ বছর বয়সের কাছাকাছি সময়ে ব্রিটিশ রানি মারা যাবেন। কাকতালীয়ভাবে, ওই ভবিষ্যদ্বাণীর মতো ৯৬ বছর বয়সেই মৃত্যু হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের। ২২ সংখ্যাটি তার মৃত্যুর তারিখের ভবিষ্যদ্বাণী বলে মনে করা হচ্ছে। রানির মৃত্যুর আগে রিডিংয়ের বইয়ের মাত্র পাঁচটি কপি বিক্রি হয়েছিল। তবে তার মৃত্যুর পর উল্টো চিত্র দেখা যাচ্ছে।

একই দার্শনিকের ভবিষ্যদ্বাণীর ব্যাখ্যা করে লেখক মারিও রিডিংয়ের দাবি, রাজা তৃতীয় চার্লসের পর অপ্রত্যাশিত একজন ব্রিটেনের সিংহাসনে বসবেন। সে হিসেবে প্রিন্স হ্যারি যিনি মেগান মর্কেলকে বিয়ে করে রাজপরিবার ত্যাগ করেছেন তিনিই হতে পারেন ভবিষ্যত রাজা এমন ধারণা লেখক মারিওর।

এসজেড/

Exit mobile version