Site icon Jamuna Television

সিরিয়ার ইদলিবে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১০

সিরিয়ার ইদলিবে জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত ১০ জনের। শুক্রবারের এই হামলায় আরও ৪০ জন আহত হয়েছে। পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এ তথ্য।

অবশ্য, স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটসের দাবি, হতাহতের সংখ্যা আরও বেশি। বাড়তে পারে মৃতের সংখ্যাও। নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলেও নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মুখপাত্র ফারহান হক এক বিবৃবিতে বলেছেন, মানবাধিকার কর্মীরা এখন হামলার লক্ষ্য হচ্ছেন যা দুঃশ্চিন্তার কারণ। সিরিয়ার সবচেয়ে জনবহুল শহরটির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে, বিদ্রোহী ও সরকারের মধ্যে চলছে সংঘাত। গৃহযুদ্ধ শুরুর পর প্রায় ১০ হাজার মানুষ শহরটি ছেড়ে পালিয়েছেন।

 

Exit mobile version