Site icon Jamuna Television

সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ছবি: সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাদশাহ’র সই সম্বলিত রাজকীয় ডিক্রি জারি করা হয়। খবর সৌদি প্রেস এজেন্সির।

প্রিন্স মোহাম্মদ ইতোমধ্যেই বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশটির শাসক। এই ডিক্রি জারির ফলে নেতা হিসেবে তার ভূমিকা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো।

ক্রাউন প্রিন্স সালমান এর আগে উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন তার ছোট ভাই খালিদ বিন সালমান, যিনি উপ-প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।

মঙ্গলবারের জারি করা এ রাজকীয় ডিক্রিতে নিয়োগের পেছনের কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে রাষ্ট্র-চালিত সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, রাজাই রাষ্ট্রের প্রধান হিসেবে থাকবেন এবং মন্ত্রিসভা পরিচালনার দায়িত্ব তার ওপরই ন্যস্ত থাকবে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, এ রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে ৮৬ বছর বয়সী রাজা কিছুটা ধীরে হলেও ক্ষমতা হস্তান্তর অব্যাহত রাখলেন।

এটিএম/

Exit mobile version