Site icon Jamuna Television

দখলকৃত ৪ অঞ্চলের গণভোটে জয়ের দাবি রাশিয়ার

ইউক্রেনের দখলকৃত চার অঞ্চলে হওয়া গণভোটে জয়ের দাবি করলো রাশিয়া। আগামী ৩০ সেপ্টেম্বর পার্লামেন্টের যৌথ অধিবেশনে সংযুক্তির ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

দোনেৎস্ক ও লুহানস্কের প্রশাসন জানিয়েছে, সেখানকার ৯৯ শতাংশের বেশি মানুষ রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। তাছাড়া, খেরসন ও জাপোরিঝিয়ায় সিংহভাগ ভোটার রাশিয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন। এমন দাবি রুশপন্থি প্রশাসনের। অবশ্য আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক না থাকায় গণভোটের নিরপেক্ষতা নিয়ে রয়েছে জোরালো প্রশ্ন।

ইউক্রেন ও পশ্চিমাদের সমালোচনার মুখেই ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দখলকৃত এলাকাগুলোয় চলে গণভোট। যাকে স্পষ্টভাবে অবৈধ-আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে কিয়েভ প্রশাসন। একইসাথে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইইউ’র প্রতি জানিয়েছে আহ্বান।

এটিএম/

Exit mobile version