Site icon Jamuna Television

ইরানে পোশাকের স্বাধীনতার দাবিতে চলা আন্দোলনে প্রাণহানি বেড়ে ৭৬

ছবি: সংগৃহীত

ইরানে পোশাকের স্বাধীনতার দাবিতে চলা আন্দোলনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। বুধবার ১২তম দিবসে গড়ালো বিক্ষোভ-প্রতিবাদ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইরান হিউম্যান রাইটস’র (আইএইচআর) অভিযোগ, বিক্ষোভকারীদের দমাতে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মাঠে নামিয়েছে সরকার। ক্ষুব্ধ ইরানিদের ওপর গুলি বর্ষণের নির্দেশও দেয়া হয়েছে।

তথ্য অনুসারে, ধরপাকড়ের শিকার কয়েকশ’ মানুষ। সে তালিকায় রয়েছেন ২০ সংবাদকর্মী। অবশ্য রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে- চলমান আন্দোলনে নিরাপত্তা সদস্যসহ প্রাণ হারিয়েছেন ৪১ জন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইরানিদের অধিকারকে সম্মান জানানোর তাগিদ দিয়েছে সরকারকে।

১৭ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহশা আমিনি নামের এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে গোটা ইরানে ছড়ায় বিক্ষোভ। হিজাব ঠিকভাবে পরিধান না করায় গ্রেফতার হন ওই নারী।

ইউএইচ/

Exit mobile version