Site icon Jamuna Television

দুবাইতে দরিদ্রদের বিনামূল্যে রুটি বিতরনে বসানো হলো ভেন্ডিং মেশিন

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় দুবাইতে দরিদ্রদের জন্য বিনামূল্যে গরম রুটি বিতরণ ব্যবস্থা চালু করা হয়েছে। মরুভূমির দেশ দুবাই প্রায় সব খাদ্য পণ্যই বিদেশ থেকে আমদানি করে থাকে। রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে সমগ্র পৃথিবীতেই দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় দরিদ্র অভিবাসীদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করলো দেশটি। খবর এএফপির।

সংবাদ সূত্র থেকে জানা যায়, গেলো এক সপ্তাহে সুপার মার্কেটগুলোতে মোট ১০টি টাচস্ক্রিন কম্পিউটার যুক্ত ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। যার মাধ্যমে সাধারণ মানুষ চাইলেই রুটি কিংবা ভারতীয় স্টাইলের চাপাতি স্ক্রিনে সিলেক্ট করে পেতে পারবেন।

মেশিন থেকে রুটি সংগ্রহ করতে কোনো প্রকার অর্থের প্রয়োজন পড়বে না। বরং সেখানে ক্রেডিট কার্ড রিডার রয়েছে যার মাধ্যমে যে কেউ চাইলেই অর্থ দান করতে পারবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নেপাল থেকে আগত একজন কর্মী বলেন, আমার এক বন্ধু আমাকে জানায় যে এখানে বিনামূল্যে রুটি দেয়া হচ্ছে। তাই আমি এসেছি।

মূলত, এশিয়ার মিলিয়নের ওপর নাগরিক আছেন যারা ভাগ্যে পরিবর্তনের আশায় মধ্যপ্রাচ্যে গিয়েছেন। তাদের কথা মাথায় রেখেই এই অভিনব সেবা চালু করেছে দেশটির কর্তৃপক্ষ।

এটিএম/

Exit mobile version