Site icon Jamuna Television

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার দাপুটে জয়

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউজার্সির রেডবুল অ্যারেনায় জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছেন আলবিসেলেস্তেরা। বদলি নেমে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।

ম্যাচের আগের দিন ফ্লুতে ভুগছিলেন, তাই শুরুর একাদশে ছিলেন না মেসি। তার জায়গায় একাদশে আসা জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনাকে এগিয়ে দেন ১৩তম মিনিটেই। লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে মাঠে নামেন মেসি।

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে ছিল মাত্র এক গোলে। ৮৬তম মিনিটে দারুণ এক গোল করেন মেসি। ৩ মিনিট পর ফ্রিকিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় নিশ্চিত করেন সাতবারের ব্যালন ডিঅরজয়ী এ তারকা। এই জয়ের ফলে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইলো আর্জেন্টিনা।

ইউএইচ/

Exit mobile version