Site icon Jamuna Television

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় আজও উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস

৪র্থ দিনের মতো পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। প্রিয়জনকে ফিরে পেতে নদীর পাড়ে অপেক্ষায় স্বজনরা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে করতোয়া নদীর আউলিয়া ঘাটসহ বিভিন্ন নদীতে উদ্ধার কাজ চলছে। তবে আজ কারও মরদেহ পাওয়া যায়নি। এখন পর্যন্ত নৌকাডুবির দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। তাদের মধ্যে ৪৪ জনের বাড়ি বোদা উপজেলায়। এখনো আরও ৪ জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের।

এদিকে, দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নিহতদের সৎকারের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, গত রোববার মহালয়া উপলক্ষে নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে ডুবে যায় অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি।

ইউএইচ/

Exit mobile version