Site icon Jamuna Television

ইরানে হিজাব বিতর্ক: সাবেক প্রেসিডেন্টের মেয়ে গ্রেফতার

ছবি: সংগৃহীত

হিজাব না পরায় পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে ঘিরে ইরানসহ বিশ্বজুড়েই চলছে বিক্ষোভ। হিজাব বিরোধী বিক্ষোভে অবস্থান নিয়েছে ইরানের হাজারও মানুষ। সেই বিক্ষোভকারীদের উসকানি দেয়ার অভিযোগে এবার গ্রেফতার হয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফাজেহ হাশেমি।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, জনগণকে রাস্তায় নামতে ‘উস্কানি’ দেয়ার অভিযোগ রয়েছে ফাজেহর বিরুদ্ধে। তেহরানের পূর্বে রাস্তার বিক্ষোভে দাঙ্গাকারীদের প্ররোচিত করার জন্য একটি নিরাপত্তা সংস্থা গ্রেফতার করেছে ফাজেহ হাশেমিকে।

উল্লেখ্য,আগেও সরকার বিরোধী অবস্থান নিয়ে কর্মকর্তাদের সাথে শিং লক করার ইতিহাস রয়েছে ফাজেহর। ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচারণামূলক কার্যকলাপের জন্য ছয় মাস জেলেও কাটিয়েছেন তিনি।

/এনএএস

Exit mobile version