Site icon Jamuna Television

মাছ থেকে তৈরি হয় কিডনির ওষুধ; দাম ২৭ লাখ

পিরোজপুর প্রতিনিধি:

একটি মাছ নিয়ে হুলস্থুল কাণ্ড শুরু হয়েছে পিরোজপুরে।

ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের জেলে বাদল মাঝির জালে ধরা পরে একটি মাছ। পরে মাছটি মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে নেয়া হয় পাড়েরহাট মৎস্য বন্দরে।

জেলেদের দাবি, এটি দুস্প্রাপ্য সোনালী হাইতি ভোল বা দাঁতিনা মাছ। এর পটকা দিয়ে কিডনির রোগ নিরাময়ের ওষুধ তৈরি হয়। তাছাড়া মাছের শরীর নানা পুষ্টি উপাদান ও খনিজ পদার্থে ভরপুর।

ভোল মাছ থেকে দামি মদ তৈরি হয় উন্নত দেশে, তাই এর কদর অসীম। সকালে ৩২ কেজি ৭শ’ গ্রাম ওজনের মাছটির মূল্য হাঁকা হয় ২৭ লাখ টাকা। খবর ছড়িয়ে পড়লে বন্দরে ভিড় জমায় জেলে ও স্থানীয়রা। তবে ক্রেতা পাওয়া যায়নি।

বিরল প্রজাতির মাছ হওয়ায় এক পর্যায়ে সেখানে মৎস্য অধিদফতরের কর্মকর্তারা যান। তবে তার আগেই মাছটি নিয়ে কেটে পড়ে বাদল ও তার লোকজন। পিরোজপুরের মৎস্য কর্মকর্তারা দাবি করেছেন, মাছটি সাগরের কালো পোয়া।

পিরোজপুর জেলা মৎস্যকর্মকর্তা আব্দুল বারী বলেন, আমরা যেটা দেখেছি সেটি হলো কালো পোয়া। এটা একটু দামি।

/এনএএস

Exit mobile version