Site icon Jamuna Television

রাজধানীতে উন্মুক্ত বর্জ্যের পরিমাণ ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে: তাপস

ফাইল ছবি।

রাজধানীতে উন্মুক্ত বর্জ্যের পরিমাণ ৯০ শতাংশ হতে ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বাকি বর্জ্যের ব্যবস্থাপনায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলো নির্মাণে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে ২ নম্বর ওয়ার্ডের অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। বলেন, ঢাকা এখন আর বর্জ্যের শহর নয়। গত ২ বছরে ৩৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করেছে সিটি করপোরেশন। এর আগে ছিল মাত্র ২৪টি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মবার্ষিকীর শুভেচ্ছে জানান মেয়র। বলেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ অনেকদূর এগিয়েছে। তার হাত ধরেই উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা করেন তিনি।

/এমএন

Exit mobile version