Site icon Jamuna Television

অভাব মোচনে দুবাই যেতে চাওয়ায় স্বামীর ছুরিকাঘাতে মারা গেলেন স্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

সংসারের অভাব মোচনে দুবাই গিয়ে চাকরি করতে যেতে চেয়েছিলেন স্ত্রী। কিন্তু এতে রাজি ছিলো না স্বামী। এ নিয়ে ঝগড়ার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফাজিলপুরের রকির বাড়িতে ভাড়া থাকতো কাউসার আলম, তার স্ত্রী নাজমা আক্তার ও তাদের পরিবার।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী ক্ষিপ্ত হয়ে নাজমা আক্তারকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক পরিবারের লোকজন নাজমাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ৪টি খুন করেছেন, ভিডিও বার্তায় অস্ত্র হাতে যুবকের স্বীকারোক্তি

ওসি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যায় অভিযুক্ত স্বামীকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

জেডআই/

Exit mobile version