Site icon Jamuna Television

যৌন হয়রানির অভিযােগে শাবিপ্রবিতে ৭ ছাত্র বহিষ্কার

ছবি: সংগৃহীত।

যৌন হয়রানির অভিযােগে ৭ ছাত্রকে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সিন্ডিকেট কমিটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সুমন দাস (১ বছরের জন্য বহিষ্কার), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈয়দ মুস্তাকিম (১ বছর), আরিফুল ইসলাম (২ বছর) জায়েদ ইকবাল তানিন (২ বছর), মাে. ইমাম হােসেন ইমরান (১ বছর), মাে. রিফাত হােসেন, (১ বছর) এবং মাে. বিশাল আলী (১ বছর)’র জন্য বহিষ্কার হয়েছেন।

বহিষ্কার থাকাকালীন শিক্ষর্থীদের আবাসিক হলের সিট বাতিল থাকবে এবং তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। কমিটির এ সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

/এনএএস

Exit mobile version