Site icon Jamuna Television

পুলিশের বিরুদ্ধে মামলা করলো সেই মাহসা আমিনির বাবা-মা

ছবি: সংগৃহীত

ইরানে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মাহসা আমিনির বাবা-মা। দেশটির কঠোর ড্রেস কোড অমান্য করায় যেসব পুলিশ তাদের মেয়েকে গ্রেফতার করেছিল তাদের বিরুদ্ধে এই হামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এই দম্পতির আইনজীবী। বুধবার (২৮ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।

দ্য ডন’র এক প্রতিবেদনে বলা হয়, ইরানে নীতি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার তিন দিন পর তেহরানের একটি হাসপাতালে মারা যান ২২ বছর বয়সী মাহসা আমিনি। ১৬ সেপ্টেম্বর মাহসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

আইনজীবী সালেহ নিকবখত বলেন, তাদের মেয়ের গ্রেফতারে অপরাধীদের বিরুদ্ধে এবং পুলিশের যে সদস্যরা তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর ড্রেস কোড না মানার অভিযোগে মাহসা আমিনিকে তেহরান থেকে গ্রেফতার করেছিল ইরানের নীতি পুলিশ। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই মৃত্যু হয়েছে মাহসার। এরপরই দেশটিতে হিজাববিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে।

/এনএএস

Exit mobile version