Site icon Jamuna Television

অক্টোবরের শেষে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সচিব

টাঙ্গাইল প্রতিনিধি
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী অক্টোবরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকটা নির্বাচনই সমান গুরুত্বপূর্ণ। তাই আগামী ৩০জুন টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে কোন প্রকার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, র‌্যাব কমান্ডার মেজর রবিউল ইসলাম, বাসাইল পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রমুখ।

Exit mobile version