Site icon Jamuna Television

তাকরীমের সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সৌদি রাষ্ট্রদুতের সাথে সাক্ষাতকালে সালেহ আহমেদ তাকরীম ও তার শিক্ষক মুফতি মুরতজা হাসান ফয়েজি।

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত কিং আবদুল আজিজ কুরআন কম্পিটিশনে ৩য় স্থান অধিকারী সালেহ আহমেদ তাকরীম ও তার শিক্ষক মুফতি মুরতজা হাসান ফয়েজির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌদি দূতাবাস সূত্রে জানা গেছে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় তাকরীমের অসাধারণ সাফল্যে সহযোগিতা ও দিকনির্দেশনা দেয়ায় তাকরীমের অন্যান্য শিক্ষক ও তার বাবা-মাকে বিশেষভাবে ধন্যবাদ জানান সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান।

সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলানের সাথে সালেহ আহমেদ তাকরীম।

রাষ্ট্রদূত বলেন, আল্লাহর কিতাব মুখস্ত করা ও এ পবিত্র গ্রন্থের জ্ঞান ছড়িয়ে দেয়া নিয়ে আয়োজিত প্রতিযোগিতাগুলোকে সৌদি আরব সব সময় গুরুত্ব দেয়। এরকম প্রতিযোগিতায় ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও বেশি প্রতিযোগী অংশ নেবে ও বাকি সব ক্যাটাগরিতে আরও বেশি পুরষ্কার জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, মদিনায় কিং ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্স স্থাপন করা হয়েছে শুধুমাত্র বিশ্বের অন্যান্য ভাষাগুলোয় কুরআন অনুবাদ করার জন্য, যাতে বিশ্বের সব ভাষার মানুষ কুরআন পড়তে পারে।

/এসএইচ

Exit mobile version