Site icon Jamuna Television

ইউক্রেনের পুনরুদ্ধার হওয়া এলাকাগুলোতে ফিরছেন বাসিন্দারা

রুশ আগ্রাসনের সাত মাসে ইউক্রেন ছেড়ে শরণার্থী হয়েছে দেশটির লাখ লাখ মানুষ। তবে দেশ ছাড়লেও জন্মভূমির মায়া ছাড়তে পারেননি তারা। তাই তো ইউক্রেনের সেনারা দখলকৃত এলাকা পুনরুদ্ধার করলেই সব বাধা-বিপত্তি উপেক্ষা করে অনেকেই ফিরছেন নিজ বাড়িতে। ধ্বংসস্তূপের মাঝেই দেখছেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। খবর রয়টার্সের।

দৃষ্টি সীমানাজুড়েই ধ্বংসযজ্ঞ। রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একের পর এক এলাকা। ধ্বংস হয়েছে রাস্তা-ঘাট, ব্রিজসহ ছোট বড় স্থাপনা। বাদ যায়নি বাসা-বাড়িও।

গেলো ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পরপরই প্রাণভয়ে জন্মভূমি ছেড়ে যায় ইউক্রেনের লাখ লাখ মানুষ। আশ্রয় নেয় আশপাশের দেশগুলোতে।

খারকিভের স্ট্যারি সাল্টিভ নামের এলাকাটি কয়েকদিন আগেও ছিলো রুশদের দখলে। তবে পাল্টা আক্রমণে নিজেদের জায়গা পুনরুদ্ধার করেছে ইউক্রেন সেনারা। যদিও এলাকাটির ৮০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। রুশরা পিছু হটতেই, ধ্বংসস্তূপেই ফিরতে শুরু করেছেন বাসিন্দারা।

তবে জন্মভূমিতে ফেরার পথে পথে পোহাতে হচ্ছে ভোগান্তি। বেশিরভাগ সড়কই গাড়ি চলাচলের অযোগ্য হওয়ায়; হেঁটেই ফিরতে হচ্ছে বাড়িতে। ব্রিজ ভেঙে যাওয়ায় নৌকায় পাড়ি দিতে হচ্ছে নদী।

এটিএম/

Exit mobile version