Site icon Jamuna Television

আর্জেন্টিনায় ট্রেনের নিচে চাপা পড়েও বেঁচে গেল যুবক

ট্রেনের নিচে চাপা পড়েও বেঁচে গেলেন অলৌকিকভাবে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে হয় এমন ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে রোমহর্ষক সেই দৃশ্য। খবর রয়টার্সের।

ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক ব্যক্তি। হঠাৎ-ই নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের ওপর পড়ে যান তিনি। ঠিক তখনই একটি ট্রেন চলে যাচ্ছিলো তার ওপর দিয়ে। মানুষ চাপা পড়ার বিষয়টি বোঝার পর দ্রুত থামিয়ে দেয়া হয় ট্রেনটি। নিচ থেকে বের করা হয় ওই ব্যক্তিকে।

অবিশ্বাস্য ব্যাপার হলো গুরুতর কোনো শারীরিক ক্ষতিও হয়নি তার। হাত ও পায়ে সামান্য জখমের চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় তাকে। তবে ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হয়ে যান তিনি।

এটিএম/

Exit mobile version