Site icon Jamuna Television

হারিকেন ইয়ানের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন ফ্লোরিডার ২০ লাখ মানুষ

ছবি: সংগৃহীত

হারিকেন ইয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একাংশ। এখন পর্যন্ত ফ্লোরিডার ২০ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে জানা গেছে। খবর বিবিসির।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটে কায়ো কোস্টা দ্বীপে ৪ মাত্রার ঝড়টি আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, কোস্টা দ্বীপে আঘাত হানার প্রায় দেড় ঘণ্টা পর ফ্লোরিডার মূল ভূখণ্ডে আসে ইয়ান। এ সময় বাতাসের গতিবেগ কিছুটা কমে ঘণ্টায় ১৪৫ মাইলে নেমে আসে।

ইয়ানের আঘাতে ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ো বাতাসের সঙ্গে অতি বর্ষণে তলিয়ে গেছে অনেক সড়ক। এটি আরও বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, হারিকেন ইয়ান দুর্বল হয়ে পড়তে পারে। তবে এর আগে ফ্লোরিডার মূল ভূখণ্ডে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণ হিসেবে বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজ্যের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে বৃষ্টি ও প্রবল বাতাসে খুঁটি ভেঙে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। ইয়ানের তাণ্ডব না থামা পর্যন্ত ব্ল্যাকআউট অব্যাহত থাকবে।

এদিকে, দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক কেন গ্রাহাম জানন, এটি এমন একটি ঝড় যা নিয়ে আমরা আগামী বহু বছর আলোচনা করবো।

/এমএন

Exit mobile version