Site icon Jamuna Television

আমদানি-রফতানিতে সুদহার পুননির্ধারণ

ফাইল ছবি।

আমদানি-রফতানির ক্ষেত্রে স্বল্পমেয়াদে বৈদেশিক মুদ্রা অর্থায়নের সুদহার পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সুদ হারের চেয়ে দশমিক ৫০ শতাংশ বেশি দিতে হবে।

গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মুদ্রার বেঞ্চ মার্ক রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ যুক্ত করে বার্ষিক সুদের হার নির্ধারণ করতে হবে। এর আগে গত ১৬ আগস্ট সুদহার কমানো হয়েছিল।

তখন বেঞ্চ মার্ক রেটের সঙ্গে ৩ শতাংশ যুক্ত করে এ হার নির্ধারণ করা হয়। গতকাল পর্যন্ত ওই রেট বহাল ছিল। এখন এটি দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। জানা গেছে, এখন বেঞ্চ মার্ক রেফারেন্স রেট গড় ২ দশমিক ৪০ শতাংশ। বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদী আমদানি-রফতানির সময় অর্থায়নে এ রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ সুদ যোগ হবে।

/এমএন

Exit mobile version