Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে?

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে? এই প্রশ্নের উত্তরটা অনেকেই হয়তো ভুলে গেছেন। যারা জানেন তাদেরও ভাবতে হতে পারে কিছুক্ষণ। নামটা হলো- নেইমার।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে দুর্দান্ত ফর্মে থাকা এ ব্রাজিলিয়ান সুপারস্টারকে কেনে পিএসজি। কিন্তু পিএসজির জার্সিতে মাঝেমাঝেই নিজের ঝলক দেখালেও সেরা ছন্দের নেইমার ছিলেন অধারাবাহিক।

২০২২-২৩ মৌসুম ক্যাম্পেইনের শুরুতে নেইমারকে বিক্রি করতে চেয়েছিল প্যারিসের ক্লাবটি। কিন্তু বিশাল অঙ্কের বেতন আর নেইমার পিএসজি ছাড়তে রাজি না হওয়ায় ফ্রান্সের ক্লাবটিতেই থেকে গেছেন ব্রাজিলের এই পোস্টার বয়।

কিন্তু মৌসুমের শুরু থেকেই সেই পুরনো নেইমার ফিরেছেন। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে করেছেন ৮টি গোল।

শুধু কি তাই নামের পাশে আছে আরও ৭টি অ্যাসিস্ট। মেসি, এমবাপ্পেরদ ছাপিয়ে নেইমার নিজেকে প্রমাণ করছেন কেন তিনি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

কেবল লিগ নয় চ্যাম্পিয়ন্স লিগেও দারুন পারফর্ম করেছেন নেইমার। য়্যূভেন্টাসের বিপক্ষে তার অ্যাসিস্ট ছিল চোখ ধাঁধানো।

ক্লাবের এই ফর্ম জাতীয় দলেও নিয়ে গেছেন নেইমার। ব্রাজিলের হয়ে ফরোয়ার্ড পজিশন ছেড়ে একটু পেছনে খেলেও দারুন পারফর্ম করেছে তিনি। তিউনিশিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে গোলও করেছেন নেইমার।

ফিটনেস ধরে রাখতে পারলে কাতারে এবার নিজের সেরা বিশ্বকাপ পারফরম্যান্স দেখাতে পারবেন নেইমার বিশ্বাস এক্সপার্টদের।

/এনএএস

Exit mobile version