Site icon Jamuna Television

ফের সেলিম প্রধানের জামিন নামঞ্জুর

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনের মামলায় ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত শুনানি শেষে সেলিম প্রধানের জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে চলতি মাসের ১৪ সেপ্টেম্বরও তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ইতোমধ্যে এ মামলায় ৩৯ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২ অক্টোবর থেকে বাকি সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ শুরু করবে আদালত।

২০১৯ সালের ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় তার বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়। তবে তার বিরুদ্ধে তদন্ত শেষে চার্জশিটে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার জ্ঞাতআয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ দাখিল করা হয়। একইসঙ্গে ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়।

/এমএন

Exit mobile version