Site icon Jamuna Television

গুলি-টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলন বন্ধ করা যাবে না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি।

গুলি-টিয়ারগ্যাস ব্যবহার করে সরকার পতনের আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, কোনো বাধা কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারকে টিকিয়ে রাখতে পারে না। তাই জনগণের মৌলিক সমস্যার সমাধান না করে জোরপূর্বক ক্ষমতায় থাকা যাবে না।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এ হুঁশিয়ারি দেন।

গণতন্ত্র উদ্ধারে বিএনপি ঘোষিত কর্মসূচিতে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিরোধ করা হবে, এমন হুঁশিয়ারিও দেন বিএনপির এ নেতা।

আওয়ামী লীগ সরকার হামলা, মামলা, খুন ও সন্ত্রাসের মধ্য দিয়ে জনগণের কণ্ঠরোধের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

/এমএন

Exit mobile version