Site icon Jamuna Television

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা; কমলা হ্যারিসের নিন্দা

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুই কোরিয়ার মধ্যবর্তী পরমাণু নিরস্ত্রীকরণ এলাকা- ডিএমজেড পরিদর্শন কালে এসব কথা বলেন কমলা।

কমলা হ্যারিসের সাম্প্রতিক দক্ষিণ কোরিয়া সফরের শুরুতেই প্রেসিডেন্ট ইউন সুক ইউলের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মার্কিন প্রতিনিধি দল। সেখানে পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। এ সময়, উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার তীব্র নিন্দা জানান কমলা হ্যারিস।

হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সুরক্ষা দিতে বদ্ধ পরিকর। সেই সাথে, কোরীয় উপকূলকে পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণে সব ধরনের সহযোগিতার অঙ্গীকারও দেন তিনি।

প্রসঙ্গত, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরের প্রতিবাদ জানিয়ে একদিন আগেই দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে উত্তর কোরিয়া।

/এসএইচ

Exit mobile version