Site icon Jamuna Television

অদম্য রোনালদোকে ছুঁলেন দুর্দান্ত লুকাকু

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দু’ম্যাচেই করে ফেলেছেন ৪ গোল! এবার তার পাশে গিয়ে দাঁড়ালেন বেলজিয়ামের রোমেলু লুকাকু।

রোনালদোর হ্যাটট্রিকে স্পেনের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ম্যাচ ড্র করে পর্তুগাল। পরের ম্যাচ, মরক্কোর বিপক্ষে গোল করে ম্যাচ জেতান সিআর সেভেন। অন্যদিকে, পানামার বিপক্ষে জোড়া গোল করে ম্যাচ জেতান রোমেরু লুকাকু। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে প্রথমার্ধেই জোড়া করলেন বেলজিয়ামের এই স্ট্রাইকার। ঘটন-অঘটনের রাশিয়া বিশ্বকাপে শেষ পর্যন্ত কার কি গতি হয় বলা মুশকিল। তবে, রোনালদো-লুকাকুর গোল্ডেন বুটের দ্বৈরথ যে জমে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version