Site icon Jamuna Television

রাজধানীর কাঁঠালবাগানে ছুরিকাঘাতে কিশোর খুন

রাজধানীতে আবারও কিশোর গ্যাংয়ের বলি হলো এক কিশোর। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে কাঁঠালবাগান এলাকায় শিপন নামের ওই কিশোর নিহত হয় ছুরিকাঘাতে। স্বজনদের অভিযোগ, একই এলাকার স্বাধীন নামের এক কিশোর তাকে খুন করেছে। যার নেতৃত্বে চলে ‘টিম কলাবাগান’ নামের একটি গ্যাং। এ ঘটনায় অভিযুক্ত স্বাধীনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টায় কাঁঠালবাগান বাজারের মসজিদ গলিতে এক কিশোরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিপনের গ্রামের বাড়ি চাঁদপুর। সে রাজধানীর কাঁঠালবাগানে পরিবারের সঙ্গে থাকতো এবং ফ্রিজ মেরামতের দোকানে কাজ করতো।

স্বজনদের অভিযোগ, একই এলাকার স্বাধীন নামের এক কিশোর শিপনের উরুতে কুপিয়ে জখম করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তারা জানান, অভিযুক্ত স্বাধীনের নেতৃত্বে ‘টিম কলাবাগান’ নামের একটি কিশোর গ্যাং কাঁঠালবাগান এলাকায় নানা অপরাধের সাথে জড়িত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট অঞ্চলের সিনিয়র সহকারী কমিশনার জানান, এ ঘটনায় ছুরিকাঘাতকারী কিশোরসহ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এটিএম/

Exit mobile version