Site icon Jamuna Television

রাত পোহালেই শুরু শারদীয় দুর্গোৎসব

ফাইল ছবি

রাত পোহালেই শুরু হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনের এ আনন্দ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ বললেই চলে। ভক্তদের ভালোবাসায়, দেবী দুর্গা সেজে উঠেছেন আপন মহিমায়।

শনিবার (১ অক্টোবর) থেকে পাঁচ দিনের দুর্গোৎসবে মাতবে হিন্দু সম্প্রদায়ের মানুষ। মনের মাঝে আশা দুর্গা তাদের জন্য নিয়ে আসবেন অনাবিল শান্তি।

ধ্বনিত হচ্ছে আগমনী সুর, আসছেন দেবী দুর্গা। অধীর অপেক্ষায় ভক্তকূল। প্রাণের টানে বরণ করা হবে দেবীকে। নগর-গঞ্জে চলছে তারই আয়োজন। পূজার প্রস্তুতি ঘিরে জমজমাট ঐতিহ্যবাহী শাখাঁরী বাজার।

মহেশ্বরী আনন্দময়ীকে মন্ডপে বসাতে আর দেরি নেই। শেষ সময়ের দেবির সাজে তাই ব্যস্ত আয়োজকরা। ভক্তরাও সেরে নিচ্ছেন নিজেদের সাজ-পোশাকের কেনাকাটা। আনন্দ আয়োজন রঙিন করাতে চলছে নানা আয়োজন।

এটিএম/

Exit mobile version