Site icon Jamuna Television

বিশ্বে ছড়ালো ইরানের বিক্ষোভ, নরওয়ের ইরানি দূতাবাসে জোরপূর্বক প্রবেশের চেষ্টা

নরওয়েতে জোরপূর্বক ইরানি দূতাবাসে ঢোকার চেষ্টা করলে গ্রেফতার হন কমপক্ষে ৯০ জন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে অসলো কর্তৃপক্ষ। খবর এপির।

পুলিশি হেফাজতে ইরানি নারী মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদ জানাতেই কূটনৈতিক স্থাপনাটি ঘেরাও করেন কয়েকশ’ মানুষ। নিরাপত্তা বাহিনীর দাবি, তাদের হাতে ছিলো কুর্দি পতাকা। তারা নারী স্বাধীনতা এবং কুর্দিস্তানের মুক্তির দাবিতে শ্লোগান দিচ্ছিলো। এক পর্যায়ে পুলিশের সাথে বাঁধে সংঘাত। লাঠিচার্জ, ফাঁকা গুলি ছুঁড়ে, ধরপাকড়ের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।

এর আগে ঠিকভাবে হিজাব না পরায় ২২ বছরের তরুণী মাহশাকে গ্রেফতার করেছিলো ইরান পুলিশ। থানায় অসুস্থ হওয়ার পর কোমায় চলে যান তিনি। ১৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পরই দেশজুড়ে ছড়ায় অসন্তোষ। নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাতে প্রাণ হারায় কমপক্ষে ৭৬ জন।

এটিএম/

Exit mobile version