Site icon Jamuna Television

ফ্লোরিডায় হারিকেন ‘ইয়ান’র তাণ্ডবে প্রাণ হারালেন কমপক্ষে ১২ জন

হারিকেন ‘ইয়ান’র তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণ হারালেন ১২ জন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, এখনও বিদ্যুৎহীন রাজ্যের কমপক্ষে ২৬ লাখ বাসিন্দা। খবর এপির।

উদ্ধারকর্মীদের আশঙ্কা, সময়ের সাথে বাড়তে পারে প্রাণহানি। কারণ ঘূর্ণিঝড়ে যোগাযোগ কাঠামো ভেঙ্গে পড়ায় বহু এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। রাজ্যটির শার্লট কাউন্টিতে প্রাণ হারিয়েছেন ১০ বাসিন্দা। অন্যদিকে, লেক কাউন্টিতে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে দু’জনের। ঝড় পরবর্তী দুর্ঘটনা থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন গভর্নর। রাজ্যটির বেশিরভাগ এলাকা এখনো জলাবদ্ধ। উপড়ে পরেছে গাছ ও বিদ্যুতের খুঁটি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন চরম দুর্ভোগ পোহাতে হবে রাজ্যবাসীকে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে ইয়ান। জর্জিয়া ও সাউথ ক্যারোলাইনার দিকে এগোচ্ছে ঝড়টি।

এটিএম/

Exit mobile version