Site icon Jamuna Television

যুদ্ধবাজ পুতিনকে একমাত্র রুশরাই থামাতে পারেন: জেলেনস্কি

একমাত্র রুশরাই থামাতে পারেন তাদের যুদ্ধবাজ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে; এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। পুতিনকে থামাতে দেশত্যাগী রুশদের প্রতি আহ্বানও জানালেন তিনি। খবর এপির।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। জানান, পুতিনের কাছে জীবনের তুলনায় যুদ্ধের মূল্য বেশি।

ভোলদেমির জেলেনস্কি বলেন, বিশ্বের সবাই জানেন, অর্ন্তভুক্তির মাধ্যমে আসলে কী ঘটে। ক্রেমলিন যা প্রত্যাশা করছে, বিষয়টি তা নয়। দখলদাররা অঞ্চলগুলোর অর্থনীতি, সামাজিক বলয়, সংস্কৃতি সব ধ্বংস করে দেবে। মাত্র একজন মানুষের ইচ্ছা পূরণের জন্যেই চলছে দীর্ঘ যুদ্ধ। যাতে ধ্বংসের পথে স্বাভাবিক অর্থনীতি, জীবন ব্যবস্থা। নেই মানুষের জীবনের ন্যূনতম মূল্যও। একমাত্র রুশরাই থামাতে পারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তার কাছে নাগরিকদের জীবন থেকে যুদ্ধ বড়।

/এমএন

Exit mobile version