Site icon Jamuna Television

ইঞ্জিনে পাখি ঢোকায় শাহ আমানত বিমানবন্দরের দুটি ফ্লাইট বাতিল

চট্টগ্রাম ব্যুরো:

ইঞ্জিনে পাখি ঢোকায় চট্টগ্রাম থেকে দুবাইগামী এবং মাস্কাটগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে এসব ফ্লাইট বাতিল করে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

বাতিল ফ্লাইটগুলো হলো, চট্টগ্রাম থেকে দুবাইগামী ফ্লাই দুবাই এয়ারওয়েজের একটি ফ্লাইট এবং মাস্কাটগামী বাংলাদেশ বিমানের বিজি ১২১।

বিমানবন্দর সূত্র জানায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের সময় ইঞ্জিনে পাখি ঢুকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজটি অবতরণ করে। ফিরতি ফ্লাইটে ১৮০ জন যাত্রী নিয়ে রাত সাড়ে ৯টার দিকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু ইঞ্জিনের ভেতরে কিছু একটা আছে বুঝতে পেরে পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়। পরে টেকনিক্যাল সমস্যা এবং যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ফ্লাইটটি বাতিল করা হয়।

তিনি আরও জানান, বিমানবন্দরে যেহেতু ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ফ্যাসিলিটি নেই। তাই শুক্রবার দুবাই থেকে ইঞ্জিনিয়ারিং টিম এসে বিষয়টি দেখবেন। এছাড়া উক্ত বাতিলকৃত ফ্লাইটের ১৮০ যাত্রীকে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ বিভিন্ন হোটেলে রেখেছে। একই কারণে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটও বাতিল করা হয়েছে।

এটিএম/

Exit mobile version