Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপে যেসব কোভিড বাধ্যবাধকতা মানতে হবে

ছবি: সংগৃহীত

২০২২ ফুটবল বিশ্বকাপ দেখতে দর্শকদের কোভিড টেস্টের বাধ্যবাধকতা দিয়েছে কাতার। সেই সাথে দেশটিতে ভ্রমণের সময় পরীক্ষায় নেগেটিভ হওয়ার প্রমাণও দেখাতে হবে তাদের। ৪৮ ঘণ্টার কম সময় আগে করা পিসিআর টেস্ট বা ২৪ ঘণ্টার মধ্যে করা অফিশিয়াল র‍্যাপিড টেস্টে নেগেটিভ সনদ দেখাতে হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) একটি বিবৃতিতে বিশ্বকাপের আয়োজক কমিটি জানিয়েছে, ১৮ বছর বা এর বেশি বয়সী দর্শকদের সরকার নির্ধারিত ‘এহতেরাজ’ নামের একটি ট্রেসিং ফোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। যেকোনো বদ্ধ জায়গার জনসমাগমে প্রবেশ করার জন্য দেখাতে হবে এটি। পাশাপাশি গণপরিবহনে দর্শকদের মাস্ক পরতে হবে। যদিও কাতারে যাওয়ার জন্য কোভিড টিকা নেয়া বাধ্যতামূলক নয়।

দেশটিতে থাকাকালীন কেউ কোভিড পরীক্ষায় পজেটিভ হলে সরকারের গাইডলাউন অনুযায়ী তাকে আইসোলেশনে থাকতে হবে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, দেশটিতে এ পর্যন্ত ৪ লাখ ৫০ হাজার কোভিড-১৯ কেস নথিভুক্ত হয়েছে। মারা গেছেন ৬৮২ জন। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: ‘মেসির বিদায়ে কাঁদবে বিশ্ব’, ফেদেরারের সাথে তুলনা করে যা বললেন আর্জেন্টাইন কোচ

/এম ই

Exit mobile version