Site icon Jamuna Television

পূজায় গত বছরের মতো ঘটনা রোধে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি কাদেরের আহ্বান

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

গত বছরের মতো দুর্গাপূজায় দুর্ভাগ্যজনক ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সর্তক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, প্রয়োজনে মণ্ডপে মণ্ডপে সক্রিয়ভাবে পাহারা দিতে হবে।

গত বছর সর্তকতার অভাবে বেশকিছু দুঃখজনক ঘটনা ঘটেছে বলে জানান ওবায়দুল কাদের। বলেন, যারা সাম্প্রদায়িক হামলা করে তাদের পরিচয় শুধুমাত্র দুর্বৃত্ত। আওয়ামী লীগের পরিচয়েও কিছু মানুষ এমন ঘটনা ঘটায় বলে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

/এমএন

Exit mobile version