Site icon Jamuna Television

কয়েকদিন বন্ধ থাকার পর সীমান্তে আবারও উত্তেজনা

কয়েকদিন বন্ধ থাকার পর মিয়ানমার সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। টেকনাফের হোয়াইক্যং খাড়াংখালী সীমান্তের ওপাশে গোলাগুলি চলছে।

সীমান্ত এলাকায় বসবাসকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে নতুন করে সংঘর্ষ চলছে। মিয়ানমানের ভেতরে ‘দিয়া’ নামক গ্রামে থেকে গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন তারা। সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মানুষের হইচই ও কান্নাকাটির শব্দ ভেসে আসছে।

গত দেড় মাসের বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতা চলছে। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। নতুন করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের সীমান্তের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

/এমএন

Exit mobile version