Site icon Jamuna Television

প্রত্যাহারের পথে অস্ট্রেলিয়ায় বাধ্যতামূলক আইসোলেশন

ছবি: সংগৃহীত

অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শেষ হচ্ছে বাধ্যতামূলক আইসোলেশনে থাকার করোনা বিধিমালা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বর্তমানে, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় কারও সংক্রমণ শনাক্ত হলে তাকে আইসোলেশনে থাকতে হয় পাঁচ দিন। কিন্তু, ১৪ অক্টোবর থেকে সেই স্বাস্থ্য বিধিমালা প্রত্যাহার করা হবে। দেশটির মুখ্য স্বাস্থ্যবিদ পল ক্যালি জানিয়েছেন, স্বাস্থ্যবিধি শিথিল করার অর্থ মহামারি শেষ হয়ে যাওয়া নয়। কারণ, এখনও দেশটিতে প্রতিদিন সাড়ে ৫ হাজার করোনা রোগী শনাক্ত হচ্ছে।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বেশি টিকাগ্রহীতা দেশগুলোর অন্যতম অস্ট্রেলিয়া। করোনা মহামারিতে ১৫ হাজার মানুষের মৃত্যু দেখেছে দেশটি। ২০২২ সালেই সর্বোচ্চ প্রাণহানি হয়েছে অস্ট্রেলিয়ায়।

আরও পড়ুন: ‘সামান্য কিছু অর্থের জন্য আফগানদের অপমান করবেন না’ শাহবাজ শরীফকে তালেবান

/এম ই

Exit mobile version