Site icon Jamuna Television

‘নেশার ঘোরে’ খুন করা হয় শেরপুরের স্কুলছাত্র লাবনকে, পুলিশের রহস্য উদঘাটন

শেরপুরে চাঞ্চল্যকার স্কুলছাত্র লাবন হত্যার রহস্য উন্মোচন হয়েছে। এরইমধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এর মধ্যে ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন আদালত। এ বিষয়ে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সদর সার্কেল মো. হান্নান মিয়া সদর থানায় এক প্রেসব্রিফিং করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামের মাসুদ রানার পুত্র মো. নাইম মিয়া উরফে লাবন স্কুল থেকে বাড়ি ফিরে হাডুডু খেলা দেখতে যায়। কিন্তু খেলা দেখে আর বাড়ি না ফেরায় লাবনের বাড়ির লোকজন তাকে আর খুঁজে পায়নি। এরপরের দিন সকালে তার মা খোঁজাখুজির এক পর্যায়ে ওই গ্রামের জনৈক জাফর মিয়ার লেবু বাগানের ভিতর লাবনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ হত্যাকাণ্ডের ২ দিনের মধ্যে ৪ আসামিকে গ্রেফতার করে এবং ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

এ বিষয়ে সদর সার্কেল জানায়, লাবন ছিল নেশাগ্রস্থ। ঘটনার দিন গ্রেফতারকৃত নয়ন, হৃদয়, মনির ও আসলামের সাথে লাবন ওই লেবু বাগানে গিয়ে পলিথিনের ভিতর ব্যান্ডি গাম নেশা করতে যায়। এক পর্যায়ে নেশা করা নিয়ে তারা নিজেদের মধ্যে হাতাহাতি শুরু হলে এক পার্যায়ে লাবনকে সবাই মিলে নেশাগ্রস্থ অবস্থায় হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: পাবনায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ব্যবসায়ী শরিফুলের

জেডআই/

Exit mobile version